প্রয়াত সুপ্রিয়া দেবী (১৯৩৫-২০১৮)

প্রয়াত সুপ্রিয়া দেবী (১৯৩৫-২০১৮)

Friday January 26, 2018,

2 min Read

মেঘে ঢাকা একটি তারার নাম সুপ্রিয়া। চলে গেলেন। বয়স হয়েছিল ৮৩ বছর। ২৬ জানুয়ারি যখন পাড়ায় পাড়ায় তিরঙ্গা তোলার হিড়িক চলছে। দেশের সেনাবাহিনির দাপট চলছে দিল্লির রাস্তায়। তখনও অনেকেই জানেন না একটা তারা খসে গেল ভারতের চলচ্চিত্রের আকাশ থেকে। 
image


বাংলা সিনেমা যেকটি মাইলস্টোন পেরিয়েছে তার একজন সুপ্রিয়া দেবী। হৃদরোগে আক্রান্ত হয়ে সকলের আড়ালে চলে গেলেন। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন অভিনেত্রী। বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হন। বর্মায় জন্ম ১৯৩৫ সালের ৮ জানুয়ারি। অভিনয় জগতে হাতেখড়ি হয় ১৯৪৩ সালে। তখন তার বয়স মাত্র সাত বছর। দীর্ঘ পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে অভিনয় জগতে ছিলেন। সাদাকালো জমানা থেকে, রঙিন রূপোলী পর্দা দাপিয়ে বেড়িয়েছেন। ছোট পর্দাতেও কাজ করেছেন। ২০০৬ সাল পর্যন্ত ৪৫টি ছবিতে তিনি অভিনয় করেন। পাশাপাশি কিছু ধারাবাহিকে দাপটের সঙ্গে তাঁর অভিনয় জায়গা করে নিয়েছে বাঙালি দর্শকদের মনে। টলিউডের বেনুদি চিরকালই আভিজাত্যের প্রতীক। উত্তম কুমারের সঙ্গে তার অন স্ক্রিন ক্যামিস্ট্রি কোনও অংশে উত্তম সুচিত্রা জুটির থেকে কম নয়। অফস্ক্রিনেও উত্তম কুমার এবং সুপ্রিয়া দেবী দীর্ঘ সময় একসঙ্গে কাটিয়েছেন। পরিচালক ঋত্ত্বিক ঘটকের পছন্দের অভিনেত্রী সুপ্রিয়াই ছিলেন মেঘে ঢাকা তারার প্রধান চরিত্রে। যখনই যেভাবেই যে ভূমিকাতেই সুপ্রিয়া দেবী স্ক্রিনে এসেছেন তার ভক্তদের মুগ্ধ করেছেন। অভিনয় দক্ষতার জন্য ফিল্মফেয়ার, পদ্মশ্রী, বঙ্গবিভূষণসহ একাধিক সম্মানে ভূষিত হয়েছেন এই অনন্য সাধারণ অভিনেত্রী। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র মহলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তাঁর অভিন্ন হৃদয় বন্ধু সৌমিত্র চট্টোপাধ্যায় সকলেই শোক জ্ঞাপন করেছেন। শোক বার্তা আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। খবর ছড়িয়ে পড়তেই শোকে মূহ্যমান শুধু ভারতীয় চলচ্চিত্র প্রেমীরা নন, বাংলাদেশের অগণিত ভক্তরাও শোকাহত। 

নিচে দেওয়া হল তার অভিনীত কিছু ছবির তালিকা।

দ্য নেমসেক (২০০৬) ... আশিমার দাদী

একটী নদীর নাম (২০০২)

শেষ ঠিকানা (২০০০) ... শ্রীরধার দাদী

হানিমুন (১৯৯২)

ইমান কল্যাণ (১৯৮২)

কলঙ্কিনী কঙ্কাবতী (১৯৮১)

মন নিয়ে (১৯৮১)

দেবদাস (১৯৭৯) ... চন্দ্রমুখী

দুই পুরুষ (১৯৭৮) ... বিমলা

সন্ধ্যা রাগ (১৯৭৭)

সন্ন্যাসী রাজা (১৯৭৫)

যদি জানতেম (১৯৭৪) ... সুজাতা

বাঘবন্দী খেলা (১৯৭৫)

বনপলাশীর পদাবলী (১৯৭৩) ... পদ্ম

চিরদিনের (১৯৬৯)

চৌরঙ্গি (১৯৬৮) ... করবী গুহ

তিন অধ্যায় (১৯৬৮)

কাল তুমি আলেয়া (১৯৬৬) ... ডাঃ লাবণ্য সরকার

শুধু একটি বছর (১৯৬৬)

আপ কি পরিছাঁইয়া (১৯৬৪) ... আশা

দূর গগন কি ছাঁও মে (১৯৬৪) ... মীরা

লাল পাত্থর (১৯৬৪)

বেগানা (১৯৬৩)

সূর্য শিখা (১৯৬৩)

কোমল গান্ধার (১৯৬১) ... আনস্যু

মধ্য রাতের তারা (১৯৬১)

মেঘে ঢাকা তারা (১৯৬০) ... নীতা

নতুন ফসল (১৯৬০)

শুন বর নারী (১৯৬০)

বসু পরিবার (১৯৫২) ... সুখেনের বোন।