তথ্য তছরুপ রুখতে ২৫ অগাস্ট Infosec এর রাউন্ড টেবিল

তথ্য তছরুপ রুখতে ২৫ অগাস্ট Infosec এর রাউন্ড টেবিল

Wednesday August 23, 2017,

2 min Read

গত কয়েকদিন ধরে একটা অদ্ভুত দর্শন নম্বর থেকে ফোন আসছে। চারঅক্ষরের নম্বর। আগে যোগ চিহ্ন তারপর এক কিংবা অন্য সংখ্যা। যেসব বন্ধুরা এসব বোঝেন তাঁদের বললাম। ভ্রূ কপালে তুলে ওদের ইশারা যা তাতে ঠাহর করতে পারছি যে আমি এই বিশ্ব সংসারের যে একটি অত্যন্ত নগণ্য প্রাণী তার জীবনও আসলে বিপন্ন। এবং আমি আপনি এবং আপনার পরিজনেরাও সমান বিপন্ন। কারণ তাদের সকলেই প্রায় মোবাইলের মারফত ইন্টারনেটের জালে আটকে যাওয়া মাছ। অসাধু হ্যাকারদের কাজ হল জাল টেনে একের পর এক মাছ তুলে আনা। এনতার চলছে তথ্য চুরি। অবাধে চলছে সাইবার ক্রাইম। ক'টা ক্রাইমের খবর পাচ্ছে পুলিশ প্রশাসন! আর এসব নিয়েই কলকাতার একটি জনস্বার্থ সংস্থা কোমর বেঁধে নেমেছে।

image


বছরের পর বছর তারা সাধারণ মানুষকে সচেতন করার কাজ করে চলেছেন। ফি বছর আলোচনা সভার আয়োজন করেন এরা। বাংলাদেশ, লন্ডন এবং কলকাতা তিনটে শহরেই সমান উৎসাহে অনুষ্ঠিত হয় ওঁদের সম্মেলন। Infosec Foundation। সংগঠনের চেয়ারম্যান সুশোভন মুখোপাধ্যায় জানালেন এবছর তাদের সম্মেলন আরও বড় আরও গুরুত্বপূর্ণ। নভেম্বরে পার্ক হোটেল হবে মূল আন্তর্জাতিক সম্মেলন, সেখানে দেশের তাবড় সংস্থার কর্তা ব্যক্তিরা আসছেন। বিভিন্ন সংস্থার বড় কর্তাদের নিয়ে অগাস্টের শেষ সপ্তাহে হবে রাউন্ড টেবিল। থাকছে কলকাতা পুলিশের এবং বিধান নগর পুলিশের প্রতিনিধিরাও। এই সংগঠনের জন্মলগ্ন থেকেই কলকাতা পুলিশের সাইবার সিকিউরিটি সেল সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। পাশে আছে বিধান নগর কমিশনারেটও। ফলে আলোচনার বৃত্তটা কোনও সিদ্ধান্তে পৌঁছনর দ্বন্দ্বে আটকে থাকবে না। এই আলোচনার টেবিলে মুখোমুখি হবেন বিভিন্ন সংস্থার তথ্য প্রযুক্তি দফতরের কর্তারা। থাকবেন ন্যাসকমের পূর্বাঞ্চলীয় প্রধান, নিরুপম চৌধুরী, এক্সাইডের চিফ ইনফরমেশন অফিসার প্রিয়ব্রত সারঙ্গী, সিইএসসি-র সুমিত পোদ্দার, আইটিসির পার্থ সেনগুপ্ত, বন্ধন ব্যাঙ্কের নবাঙ্কুর সেন প্রমুখ। এছাড়াও থাকছে টাটা টেলে সার্ভিসেসের কর্তারা। তাদের সমস্যাগুলো নিয়ে বিশদে আলোচনার অবকাশ তৈরি হবে। পাশাপাশি ব্যাঙ্ক সহ সাধারণ মানুষের নিত্য দিনের প্রয়োজনে যে সব সংস্থায় তথ্য জমা পড়ে সেই সব সংস্থার কর্তারাও থাকছেন। কীভাবে সংগৃহীত তথ্যকে আরও সুরক্ষিত করা যায় তাই নিয়ে দুর্দান্ত ব্রেন স্টর্মিংয়ের একটি সেশন হবে ২৫ অগাস্ট। যদি সেটা মিস না করতে চান তাহলে চলে আসতে পারেন ২৫ অগাস্ট, ওয়েবল ভবনের শিশির মিত্র হলে। সন্ধ্যে ৬টায় আলোচনা শুরু।