স্টার্ট আপগুলিকে ইনকিউবেট করার কাজে সহায়তা করে থাকে এডওয়েল সলিউশন প্রাইভেট লিমিটেড। এই ক্ষেত্রে এই সংস্থা খুব ভালো কাজ করছে। টাটা সোশ্যাল আন্ত্রেপ্রাইজ চ্যালেঞ্জের সেরা বাছাইয়ে ঠাঁই পেয়েছে এই সংস্থা। আগামী সময়ে এডওয়েল সলিউশন তাদের বাড়বৃদ্ধির জন্যে এখন নতুন ধরনের কৌশল নিয়েছে বলে সংস্থা সূত্রে খবর।
প্রসঙ্গত, ২০১৫ সালে এডওয়েল উত্তরাখণ্ডের গ্রামাঞ্চলে কাজ শুরু করে। সেখানে এখন ওঁরা রীতিমত ব্র্যান্ড। সংস্থার নিজস্ব প্রোডাক্ট মাল্টিমিডিয়া নির্ভর এডুকেশন সার্ভিসের পরিষেবা এখন গ্রহণ করছে অনেক বেসরকারি স্কুলই। তাছাড়া নাগালসাধ্য দামে প্ৰযুক্তির জোগান দিচ্ছে এডওয়েল। এছাড়াও এরা চালু করেছে স্কুল পড়ুয়াদের মান নির্ধারণের উদ্দেশে একটি পরীক্ষণ প্রকল্প। এতে সেই ছাত্র বা ছাত্রীটি কোন কোন বিষয়ে দুর্বল তাও জানা যাবে। এই প্রকল্পটির নামকরণ করা হয়েছে ক্লাশবিদ্যা। শুধুমাত্র স্কুল পড়ুয়ারাই এই প্রকল্পের আওতায় পড়ছেন।
Related Stories
February 13, 2017
February 13, 2017
February 13, 2017
February 13, 2017
Stories by YS Bengali
February 13, 2017
February 13, 2017
February 13, 2017
February 13, 2017