স্ট্যান্ড করে চমকে দিলেন ঠিকা শ্রমিক জুলিয়া

স্ট্যান্ড করে চমকে দিলেন ঠিকা শ্রমিক জুলিয়া

Wednesday November 18, 2015,

1 min Read

আইএএস হতে চান জুলিয়া। ঠিকা শ্রমিক জুলিয়া মিনজ্‌। রাজমিস্ত্রির হেল্পার। মাথায় করে ইট বয়ে নিয়ে যান। কিন্তু সবাইকে চমকে দিয়ে ঝাড়খণ্ড অ্যাকাডেমি কাউন্সিলের দ্বাদশ শ্রেণির পরীক্ষায় নবম জুলিয়া। বয়স ‌যখন সবে ২ বছর, তাঁর বাবা মারা যান। ওই ছোট্ট বয়স থেকেই দুবেলা দুমুঠো রোজগারের জন্য এলাকার বিভিন্ন নির্মীয়মাণ প্রকল্পে মাকে সাহায্য করতেন জুলিয়া।

রাঁচি থেকে ৪০ কিলোমিটার দূরে বেরো-র বাসিন্দা এই মেয়ে ছোটোবেলা থেকেই পড়াশুনোয় দারুন ভালো। মা আর মেয়ের কঠিন লড়াইয়ের জীবনে একমাত্র সুখের বিষয় জুলিয়ার সাফল্য। যখন ফল ঘোষণা হয় তখনও জুলিয়া ছিলেন কনস্ট্রাকশন সাইটে। কাজে ব্যস্ত।

image


তাঁর এই দুর্দান্ত সাফল্যে ঝাড়খণ্ড প্রশাসন তাঁকে একাধিক স্বীকৃতি দিয়েছে। রাজ্যের শিক্ষামন্ত্রী জুলিয়ার সঙ্গে দেখা করে স্কলারশিপের প্রতিশ্রুতিও দিয়েছেন। সম্প্রতি জুলিয়া বলছিলেন, “দারিদ্রের কারণে কখনও কখনও মনে হত কোনওদিন ওপরে উঠতে পারব না, কিন্তু আজ আমি গর্বের সঙ্গে বলছি আমি সেই লক্ষ্যে পা রেখেছি।”

অনুবাদ- শিল্পী চক্রবর্তী