কলকাতায় সাংবাদিকদের সম্বর্ধনা দিল Indywood

কলকাতায় সাংবাদিকদের সম্বর্ধনা দিল Indywood

Saturday May 06, 2017,

3 min Read

ভারতীয় সিনেমা শিল্পকে বিশ্বের দরবারে তুলে নিয়ে যাওয়ার লক্ষ্যে হাজার কোটি মার্কিন ডলারের একটি প্রয়াস এই ইন্ডিউড। শুক্রবার ৫ই মে কলকাতার প্রেস ক্লাবে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানে এই শহরের প্রথিতযশা সাংবাদিকদের সম্মানিত করল এই সংস্থা। ইলেক্ট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, অনলাইন মিডিয়া এবং রেডিওর একগুচ্ছ সাংবাদিককে এই সম্মান দেওয়া হল। মূলত চলচ্চিত্র শিল্প এবং গণ মাধ্যমের অগ্রগতিতে অবদানের স্বীকৃতি স্বরূপ ইন্ডিউড মিডিয়া এক্সেলেন্স অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন কলকাতার জনা তিরিশেক প্রথম সারির সাংবাদিক।

image


উদ্বোধনী ভাষণে ইন্ডিউড ফিল্ম কার্নিভালের প্রতিষ্ঠাতা ডিরেক্টর শ্রী সোহন রায় ঘোষণা করলেন এবছরের কার্নিভাল হবে রামোজি ফিল্ম সিটিতে। ডিসেম্বর মাসের ১ থেকে ৪ এই চারদিন চলবে কার্নিভাল। সিনেমা নিয়ে এটাই হবে দেশের সব থেকে বড় ইভেন্ট। কার্নিভালের এটা তৃতীয় সংস্করণ।

শ্রী রায় বলেন, "এই তৃতীয় সংস্করণটি হবে আড়ে বহরে সব থেকে বড় কার্নিভাল। উপস্থিত থাকবেন জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের গণ্যমান্য অভ্যাগত। আন্তর্জাতিক চলচ্চিত্র পরিচালকদের সঙ্গে আলাপচারিতার পৃথক সুযোগও থাকবে এই কার্নিভালে। পাশাপাশি মনোরঞ্জনের জন্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। তারকা খচিত এই কার্নিভালে চাইলে নেটওয়ার্কিং করার সুযোগও পাবেন অংশগ্রহণকারীরা।"

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রখ্যাত চিত্রপরিচালক গৌতম ঘোষ, আলোচনায় অংশগ্রহণ করেন প্রিয়া সিনেমার ম্যানেজিং ডিরেক্টর অরিজিত দত্ত, বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অন্যতম কর্তা চন্দন সান্যাল, ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ মেম্বার পুলক মুখার্জি এবং বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ফিরদৌসুল হাসান, অ্যানিমেটজ়িওন স্টুডিওর ক্রিয়েটিভ ডিরেক্টর নিলয়কান্তি বিশ্বাস, অভিনেত্রী দোলন রায় প্রমুখ। শুধু কলকাতা নয় গোটা দেশের বিভিন্ন শহরেই উল্লেখযোগ্য কাজের জন্যে সাংবাদিকদের পুরস্কৃত করতে চায় ইন্ডিউড।

পুরস্কৃত হলেন

এদিন চলচ্চিত্র সমালোচক এবং লেখক শ্রীমতী সোমা চ্যাটার্জি এবং কবি ও সাংবাদিক শ্রীযুক্ত ইন্দ্রনীল মুখোপাধ্যায়কে দেওয়া হল লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড

ইন্ডিউডের তরফ থেকে বিশেষ স্বীকৃতির সম্মান দেওয়া হল

শ্রী সুপ্রতীক সেন (পিটিআই

শ্রী স্নেহাশিস সুর (দূরদর্শন)

শ্রী সৌগত মুখোপাধ্যায় (সিএনএন নিউজ18)

শ্রী তাপস কুমার সরকার (সংবাদ এখন)

শ্রী কনিষ্ক দাশগুপ্ত (ফ্লাইট মোড)

শ্রী ঋত্বিক মুখার্জি (ফিনান্সিয়াল ক্রনিকল)

শ্রী প্রবীর কুমার রায় (প্রবীণ চলচ্চিত্র সাংবাদিক)

শ্রী নির্মল ধর (প্রবীণ চলচ্চিত্র সমালোচক)

শ্রী দেবাশিস সেনগুপ্ত (কলকাতা টিভি)

পেশাদারি ক্ষেত্রে বিশেষ সাফল্যের জন্যে মিডিয়া এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেলেন

শ্রী কমলেশ পাণ্ডে (সন্মার্গ)

শ্রী বিপ্লব বোস (উত্তরবঙ্গ নিউজ)

শ্রী হিন্দোল গোস্বামী (bangla.YourStory.com)

শ্রীমতী পূর্ণা ব্যানার্জি (প্রেসেন্টেড বাই পি)

শ্রী তাপস সেনগুপ্ত (নিউজ এক্স)

শ্রী নির্মাল্য বন্দ্যোপাধ্যায় (এএনএম নিউজ)

শ্রী চিত্রদীপ চক্রবর্তী (এই সময়)

শ্রী সুমন আদক (আজ তক)

শ্রী পল্লব কুমার চ্যাটার্জি (বর্তমান)

শ্রী মৃণাল চ্যাটার্জি (প্রধান, ইন্ডিয়ান ইন্সটিটিউট অব মাস কমিউনিকেশন) এবং

অধ্যাপক শ্রী সুবীর ঘোষ (অধ্যক্ষ, ভারতীয় বিদ্যাভবন আশুতোষ কলেজ অব কমিউনিকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট)

ভালো সিনেমার প্রচার এবং প্রসারের জন্যে সম্মাননা দেওয়া হল সিলুট ফিল্ম ম্যাগাজিনের সম্পাদক শ্রী অমিতাভ নাগকে।

চলচ্চিত্র সাংবাদিকতার জন্যে পুরস্কার পেলেন

শ্রীমতী দেবযানী লাহা ঘোষ (নিউজ টাইম)

শ্রীমতী শ্রবন্তি বন্দ্যোপাধ্যায় (আনন্দবাজার পত্রিকা) এবং

শ্রীমতী সৌমিতা মুখার্জি (কলকাতা টিভি)

ফিল্ম প্রোমোশনের জন্যে পুরস্কৃত হলেন

শ্রীমতী শর্মিলা মাইতি (জ়ি ২৪ ঘণ্টা)

অনলাইন ফিল্ম পাবলিশিং বিভাগে পুরস্কৃত হলেন

শ্রী সুজয় ধর (ইন্ডিয়া ব্লুমস)

শ্রী কৌশিক ব্যানার্জি (অ্যাঞ্জেল ডিজিটাল প্রাইভেট লিমিটেড)

শ্রীমতী প্রিয়াঙ্কা দত্ত (ষোলোআনা বাঙালিয়ানা)

সেরা প্রোডিউসার দৃশ্য-শ্রাব্য মাধ্যম বিভাগে

রাকেশ নস্কর (আর প্লাস)

সেরা প্রোডিউসার- রেডিও

অমর্ত্য মুখোপাধ্যায় (রেডিও মির্চি)

সেরা সঞ্চালক দৃশ্য-শ্রাব্য মাধ্যম

অঙ্কুর ভট্টাচার্য (নিউজ টাইম বাংলা)

মিডিয়া মার্কেটিংয়ে অসামান্য কৃতিত্বের জন্যে

করণ নাগরা (রেডিও মির্চি)

সবথেকে কম বয়সে ডিজিটাল প্লাটফর্মে সফল হওয়ার জন্যে বিশেষ সম্মান পাচ্ছেন

সোনম কোছার (এএনআই)