Paytm এর এবার ATM-ও হবে

1

পে টিএমএর ব্যাঙ্ক হবে মাস দুয়েকের মধ্যেই চালু হয়ে যাবে। আর তাই দেখিয়ে ফিনটেক সংস্থাটি ৫০ কোটি কাস্টমার পাওয়ার দৌড়ে সামিল হয়ে গিয়েছে। এখন লক্ষ্য ভারতের ১৩০ কোটির অন্তত এক তৃতীয়াংশ। ইতিমধ্যেই ছাড়পত্র দিয়ে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক, ফলে পে টিম ব্যাঙ্ক চালু হওয়ার বাধা রইল না। চীনের সংস্থা আলিবাবার সহযোগিতায় ফুলে ফেঁপে উঠেছে এই সংস্থা। সংস্থার সি এফও মধুর দেওড়া বলেছেন আপাতত ৫০০ মিলিয়ন গ্রাহকের অপেক্ষা করছেন ওরা। যথেষ্ট পরিমাণ নগদ আছে। এখন শুধু মাস দুয়েকের মধ্যে ব্যাঙ্ক চালু করে দিতে পারলেই ই-ওয়ালেট সংস্থার প্রথম ব্যাঙ্ক পাবে ভারত।

পে টিম-এর প্রতিষ্ঠাতা তথা সিইও বিজয় শেখর শর্মা জানিয়েছেন, ভারতের সবচেয়ে বড় ওয়ালেট সার্ভিস সংস্থা হিসেবে পে টিম রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে চূড়ান্ত অনুমোদন পাওয়ায়। ভারতীয় ব্যাঙ্কিং ব্যবস্থা একটি অভিনব মডেল পেতে চলেছে। ফলে এবার হাতে পাওয়া যাবে পেটিএম-এর ডেবিট কার্ড। এর পাশাপাশি পে টিম-এর অ্যাকাউন্ট পরিষেবা নিয়ে থাকেন যে সমস্ত গ্রাহক তাঁরা এনইএফটি, আরটিসিজি এবং ইউপিআই-এর পরিষেবা পেতে পারবেন।

Paytm পেমেন্ট ব্যাঙ্ককে ক্রেডিট কার্ড বা ঋণ দেওয়ার বিষয়টি অনুমোদন করেনি রিজার্ভ ব্যাঙ্ক।

শুধু একা পেটিএম নয় মোট এগারোটি সংস্থাকে ব্যাঙ্ক করার অনুমতিও দেওয়া হয়েছে। এর মধ্যে যেমন অনুমতি পেয়েছেন সুনীল ভারতি মিত্তাল তেমনি সুযোগ পেয়েছেন মুকেশ আম্বানির রিলায়েন্স গোষ্ঠীও।