বছর পড়তেই ফান্ডিং পেল যেসব ED-Tech স্টার্টআপ

বছর পড়তেই ফান্ডিং পেল যেসব ED-Tech স্টার্টআপ

Wednesday January 24, 2018,

2 min Read

Polaris Fund এর উদ্যোগে প্রি সিরিজ ‘এ’ রাউন্ডে ৬ কোটি টাকার তুলে নিতে পেরেছে পুনের এড টেক স্টার্টআপ Rubix108 Technology। টেক স্যাবি এবং ফিন্যান্স এক্সপার্ট আয়ুষ কানকারিয়া রাউন্ডে অংশ নিয়েছিলেন। এই ফান্ড স্টার্টআপটি ব্যবহার করবে কাস্টমার ধরতে, আরও বেশি স্কুল বোর্ডে সামিল করতে এবং মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, মধ্যাপ্রাচ্যের দেশগুলির বাজারে ঢুকে পড়তে। ‘বিদেশের ক্লায়েন্টের কাছে প্রচুর চাহিদার কারণে এই ফান্ড আমরা প্রোডাক্টকে আরও নিখুঁত করার জন্যট ব্যিবহার করব। এই বছর আরও গ্রাহক বাড়াতে টপ লাইন দশগুন বাড়িয়ে দিয়েছি। শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আরও প্রোঅ্যা কটিভ করাই আমাদের অন্যদতম উদ্দেশ্য্’, বলেন Rubix108 এর চিফ এক্সিকিউটিভ ও কো ফাউন্ডার মনীশ হারোদিয়া।

image


২০১৫ সালে পথ চলা শুরু করে Rubix শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে একটি অ্যা প দেয় তাদের কমিউনিকেশন ও অ্যা ডমিনিস্ট্রেশন সামালনোর জন্যি। Rubix অ্যাপের দুটি ভার্সান রয়েছে। RubixTotal শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে বাবা মায়ের যোগাযোগ রক্ষা করে এবং পরীক্ষার ডেট, রুটিন, পড়ুয়ার উপস্থিতি এবং হোমটাস্ক এইসব ব্যপারে অবগত করে। RubixTeacher শিক্ষক শিক্ষিকাদের তাঁদের প্ল্যান করতে সাহায্য করে। সংস্থার দাবি, ৩ লক্ষ পড়ুয়া এবং ১০ হাজার শিক্ষক শিক্ষিকা তাদের এই প্ল্যাকটফর্মে যোগ দিয়েছেন। আনমোল ছোরিয়া, রাহুল কানকারিয়া এবং হারোদিয়া এই তিন জনের হাত ধরে Rubix স্টার্টআপের শুরু। ছোরিয়া, ম্যানেজমেন্ট গ্র্যাজুয়েট। তিন পুরুষের রিয়েল এস্টেট ও কনস্ট্রাকশনের পারিবারিক ব্যবসা রয়েছে। অন্যদিকে, কানকারিয়া সংস্থার চিফ টেকনোলজি অফিসার। তার আগে Symantec এবং HCL Technologies কাজ করেছেন। ক্লাউড, আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স, মেশিন লার্নিং এবং আর্কিটেকচারে সিদ্ধহস্ত। তিনি রিসার্চ স্টার্টআপ Botlab Robotics এর ফাউন্ডারও। হারোদিয়া প্রথম ব্যবসায় পা রেখেছেন। IIM কোঝিকোড়ের গ্র্যাজুয়েট। একার চেষ্টায় নিজের সংস্থার জন্য অ্যাঞ্জেল ইনভেসমেন্টের ব্যবস্থা করেছেন এবং ২০১৫-য় লাভজনক একটি স্টার্টআপ থেকে একজিট নিয়েছেন। অরেকটি এড টেক স্টার্টআপ CollPoll সদ্য ফান্ড জোগাড় করেছে। এটিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলির জন্য কমিউনিকেশন ও কোলাবোরেশন প্ল্যাটফর্ম। Manipal Global Education Service এর মাধ্যমে প্রি সিরিজ ‘এ’ রাউন্ড ফান্ড জোগাড় করলেও তার পরিমান জানা যায়নি। রুনি স্ক্রুওয়ালার UpGrad প্রথম এক্সটারনাল ফান্ডিং হিসেবে ২২৬ কোটি টাকা তুলে নিয়েছে। ২০১৭ র ডিসেম্বরে Springboard যারা প্রফেশনাল কোর্স করায় মার্কিন সংস্থা Costanoa এর মাধ্যেমে সিরিজ ‘এ’ ফান্ডিং হিসেবে ৬২ কোটি টাকা তুলেছে।