বাতিল হয়ে যাওয়া পাঁচশ, হাজার টাকার নোট শুধু রিজার্ভ ব্যাঙ্কে বদল করা যাবে। অন্য ব্যাঙ্ক এবং পোস্টঅফিসে এই সুযোগ বন্ধ হয়ে গেলেও রিজার্ভ ব্যাঙ্কের কাউন্টারে পুরনো ৫০০, ১০০০ টাকার নোট নিয়ে গেলে বদল করা সম্ভব। রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে এই মুহূর্তে যে পরিমাণ টাকা বদলের সীমা ধার্য করা হয়েছে সেই সীমা মাফিক টাকা বদলে দেবে রিজার্ভ ব্যাঙ্ক। কিন্তু পরিচয় পত্র, তার প্রত্যয়িত নকল নিয়ে নিকটস্থ রিজার্ভ ব্যাঙ্কের কাউন্টারে গেলেই টাকা বদল করে দেওয়া হবে। উল্লেখ্য এই মুহূর্তে দুহাজার টাকার বেশি নোট বদল করা হবে না। এবং রিজার্ভ ব্যাঙ্ক ছাড়া অন্য কোনও সরকারি বেসরকারি ব্যাঙ্কের কাউন্টারে এই টাকা বদল হবে না।
Related Stories
Stories by YS Bengali
December 11, 2016
December 11, 2016
December 11, 2016
December 11, 2016