ভবিষ্যৎ উপহার দিচ্ছে UltraSafe UltraSound

ভবিষ্যৎ উপহার দিচ্ছে UltraSafe UltraSound

Tuesday January 31, 2017,

1 min Read

ভ্রূণের লিঙ্গ নির্ণয় অবৈধ হয়েছে দীর্ঘদিন। একটি স্বাভাবিক কৌতুহলের প্রশমণের জন্যে নয়। আরও বড় একটি লজ্জার কারণ রয়েছে। বিশেষত ভারতের মত দেশে, যেখানে কন্যা শিশু চির অনভিপ্রেত। একটা অন্ধকার সময়ের ভিতর দিয়ে ধীরে ধীরে আলোর মুখ দেখেছে এই সমাজ। সরকারি বিধি নিষেধের দৌলতেই আলো এসেছে মূলত। পরিসংখ্যানের রেখাচিত্র এখন তবু খানিকটা ভদ্রস্থ। যদিও এখনও কন্যা ভ্রূণ হত্যার ঘটনা যে একেবারে ঘটে না তা তো নয়। এবার এই গোটা অপরাধটাকেই নির্মূল করতে এগিয়ে এসেছে একটি সংস্থা। তারা তৈরি করেছে আলট্রাসেফ আলট্রাসাউন্ড বক্স। এটি হল সোনোগ্রাফি মেশিনের উন্নত সংস্করণ। আলট্রাসাউন্ড মেশিন এমন এক ধরনের প্রযুক্তিতে চলে যা স্বয়ংক্রিয়ভাবে যন্ত্রের মাধ্যমে লিঙ্গ নির্ধারণের ক্ষমতা প্রতিরোধ করে। সেদিক থেকে দেখতে গেলে এই প্রযুক্তি মানবতার পক্ষে আর্শীবাদই বলা যেতে পারে। লিঙ্গ নির্ধারণ ক্ষমতা আলট্রাসাউন্ড মেশিনের না থাকার জেরে এর ব্যাপক ব্যবহার চালু হলে ভ্রূণহত্যা আপনা থেকেই কমে আসবে বলে মনে করছে এই সংস্থা। UltraSafe UltraSound আসলে এমন একটি প্রযুক্তি ব্যবহার করছে যা সহজ এবং খুব খরচ সাপেক্ষও নয়। ফলে 

image