@iamsrk কে ওয়াক ওভার দিলেন @SrBachchan

@iamsrk কে ওয়াক ওভার দিলেন @SrBachchan

Thursday February 01, 2018,

2 min Read

বলিউডের বাদশাহ টলিয়ে দিলেন বলিউডের শাহেনশার সিংহাসন। বলা যায় একপ্রকার চ্যালেঞ্জ ছুঁড়েই ছিনিয়ে নিলেন শাহেনশার একনম্বর আসন। অবাক হচ্ছেন! নিশ্চয়ই ভাবছেন এ আবার কেমন কথা? যখন টিনসেল টাউনসহ গোটা দেশ মেতে রয়েছে সঞ্জয় লীলা বনসালীর পদ্মাবত-এর রিলিজ, করণী সেনাদের তাণ্ডব, পদ্মাবতীর চরিত্রে অনবদ্য লাস্যময়ী দীপিকার সৌন্দর্য আর ভয়ঙ্কর অত্যাচারী শাসক আলাউদ্দিন খিলজির চরিত্রকে অভাবনীয় অভিনয়ে জ্যান্ত করে তোলা রনবীর সিংয়ের প্রশংসায়, তখন এ আবার কোন যুদ্ধের দামামা বাজলো! মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির বেতাজ বাদশাহ শাহরুখ খান আর অ্যাক্টর অব দ্য মিলিনিয়াম অমিতাভ বচ্চন যুযুধান। ভাবা যায়? আসলে এই সোশ্যাল মিডিয়ার দাপটের যুগে অভিনেতাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শুধু শুক্রবারের রিলিজ আর বক্স-অফিস কালেকশানের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, টক্কর চলে অন্য লেভেলে। লড়াই হয় দর্শকের কাছে জনপ্রিয়তায় কে কত এগিয়ে তারও।

image


সেই দৌড়েই সামান্য পিছিয়ে গেলেন অমিতাভ বচ্চন। কওন বনেগা ক্রোড়পতির মতো জনপ্রিয় রিয়্যালিটি শোর সঞ্চালনা অমিতাভ বচ্চন একাধিকবার করলেও একবার তাতে হাতযশ পরীক্ষা করেছিলেন স্বয়ং কিং খান। বলা বাহুল্য ডাহা ফেল করেছিলেন। কিন্তু এবার বাজিগর বাজি মেরে দিয়েছেন। সিনিয়র বচ্চন নিজে চেয়েছেন লড়াইয়ের ময়দান ছাড়তে! কোথায় জানেন?

মনে পড়ে চেন্নাই এক্সপ্রেসের সেই বিখ্যাত ডায়লগ..."ডোন্ট আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ এ কমন ম্যান", সেই জোর দেখিয়ে দিলেন শাহরুখ। বচ্চনও বলতে বাধ্য হবেন কিতনে আদমি না মানে থুড়ি ফলোয়ার থে রে...। এই মুহূর্তে বাদশাহকে টুইটারে ফলো করেন ৩২.৯ মিলিয়ন মানে৩,২৯,৪৪,৩৩৮ জন মানুষ। দ্বিতীয় নম্বরে বচ্চনের ফলোয়ার সংখ্যা ৩,২৯,০২,৩৫৩।

image


বচ্চন সাহেব তাই ইয়ার্কি করে নিজেই টুইট করেছেন:"T 2599 - TWITTER ..!!! you reduced my number of followers .. !!??HAHAHAHAHAHAHA .. !! that's a joke .. time to get off from you .. thank you for the ride .. .. there are many 'other' fish in the sea - and a lot more exciting. (sic)"

মাইক্রো ব্লগিং সাইটে তাই এসময়ে বাদশাহ শাহরুখই। অমিতাভ আপাতত যশরাজ ফিল্মসের বিগ-বাজেট মাল্টিস্টারার ফিল্ম "ঠগস অব হিন্দুস্তান" এর শুটিং নিয়ে ব্যস্ত। শোনা যাচ্ছে সিনেমাটি ১৮৩৯ সালের জনপ্রিয় উপন্যাস "কনফেসানস অফ এ ঠগ" থেকে অনুপ্রাণিত। ধুম থ্রি খ্যাত পরিচালক বিজয় কৃষ্ণ আচার্য পরিচালনা করছেন সিনেমাটি। শাহরুখের পরবর্তী প্রোজেক্ট কোন সিনেমা সেটা জানার থেকেও বেশি দরকার দেখা একটিও স্টার প্লেয়ার ছাড়া শাহরুখ বাদশাহ খানের কে কে আর এবার আই পি এলের ময়দানে কেমন খেল দেখায়। নাকি এই সিদ্ধান্তের পিছনেও রয়েছে বাজিগরের ঠাণ্ডা মাথার অন্য কোন স্ট্র্যাটেজি।