ভারতীয় ফার্মা সংস্থার আর্থিক পরিস্থিতি ভালো: Moody's

ভারতীয় ফার্মা সংস্থার আর্থিক পরিস্থিতি ভালো: Moody's

Friday November 25, 2016,

1 min Read

image


বিশ্বের ওষুধ সংস্থাগুলির তুলনায় ভারতীয় ওষুধ সংস্থাগুলির আর্থিক পরিস্থিতি ভালো। জানাচ্ছে মুডিস। আন্তর্জাতিক বিনিয়োগকারী সংস্থাগুলি মুডিসের রিপোর্টকে বেদবাক্য মনে করে থাকে। সেদিক থেকে দেখতে গেলে মুডিসের এই রিপোর্ট ভারতীয় ওষুধ সংস্থায় লগ্নির পথ প্রশস্ত করতে চলেছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। মুডিসের ভাইস প্রেসিডেন্ট এবং সিনিয়র অ্যানালিস্ট কৌস্তুভ চাবালের মতে ভারতীয় ওষুধ নির্মাতা সংস্থাগুলির প্রতিস্পর্ধী বিদেশি সংস্থাগুলির প্রোফাইল বেশি হতে পারে কিন্তু আর্থিকভাবে অনেকটাই এগিয়ে। কারণ ভারতীয় সংস্থাগুলির লিভারেজ কম এবং কভারেজ বেশি। ভৌগলিক বৈচিত্র্যের সুযোগটাও পেয়ে যায় সংস্থাগুলি। বিভিন্ন ধরণের মেডিসিন এবং বিভিন্ন রেঞ্জে সেগুলি বিক্রি করার সুবাদে ওষুধ নির্মাতা সংস্থাগুলির আর্থিক পরিস্থিতি ভালো। যদিও প্রতিযোগিতার বাজারে ভারতীয় সংস্থাগুলির লাভের পরিমাণ বাড়িয়ে যাওয়া এবং প্রতিযোগিতায় টিকে থাকার লড়াইটা যে সোজা নয় সেটাও জানিয়েছেন মুডিসের অ্যাসোসিয়েট অ্যানালিস্ট ডিয়ানা বেকেটোভা। মুডিসের এই অনুসন্ধান আসলে তাদের প্রকাশিত রিপোর্ট "Indian Pharmaceutical Companies -- A Deep Dive"। বেকেটোভা এবং চাবাল যৌথভাবে এই রিপোর্টটি তৈরি করেছেন। তাদের মতে ভারতে জেনেরিক ওষুধের বাজার বিশ্বে দ্বিতীয় বৃহত্তম। আয়তনের দিক থেকে মার্কিন বাজারের পরই ভারতে জেনেরিক ওষুধের বিপুল বাজার। কিন্তু বিশ্ববাজারে টাকার হিসেবে মাত্র ১ শতাংশের অংশীদার ভারত। গত কয়েক বছরে দেশের ওষুধ সংস্থাগুলি বিদেশের বাজারে তাদের উপস্থিতি বাড়িয়েছে।