৫,০০০ স্ন্যাপডিল কর্মীর জন্যে গুরগাঁওয়ে আবাসন

৫,০০০ স্ন্যাপডিল কর্মীর জন্যে গুরগাঁওয়ে আবাসন

Friday November 06, 2015,

1 min Read

হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার সম্প্রতি গুরগাঁওয়ে স্ন্যাপডিলের কর্মীদের জন্যে আধুনিক আবাসনের উদ্বোধন করেন। স্ন্যাপডিল তার পাঁচ হাজার কর্মচারীর কথা মাথায় রেখে এই আবাসনটি বানিয়েছে। গুরগাঁও বর্তমানে তাদের সমস্ত ব্যবসায়িক লেনদেন নিয়ন্ত্রণের মূল কেন্দ্র। রাজ্যের শিল্পোন্নতির পাশাপাশি কর্ম সংস্থানকেও উৎসাহ দিচ্ছে এই শহরতলী। খাট্টারের মতে স্ন্যাপডিল এখানে আসাতে এই শহরতলীও খুব দ্রুত ভারতের অন্যতম প্রধান বিজনেস হাব হতে চলেছে।স্ন্যাপডিল ভারতের ই-কমার্স দুনিয়ার বড় কর্তা। এই সংস্থার সহ প্রতিষ্ঠাতা ও সিইও কুণাল ব্যহেল বলেন ই-কমার্স ভারতীয় বাণিজ্যের ভবিষ্যৎ। আর এই ভবিষ্যৎকে চাঙ্গা রাখতে তরুণ পেশাদারদের চাই।

image


কুণাল এই এলাকার সামগ্রিক উন্নয়ন ও সমৃদ্ধি ছাড়াও কোম্পানির নানান ব্যবসা নীতি নিয়ে আলোচনা করেন। স্ন্যাপডিল দীর্ঘমেয়াদী উন্নতিতে আগ্রহী। তাঁর বিশ্বাস দেশের অন্যতম মেধাবী মাথাগুলো একত্রিত হয়ে এই গুরগাঁওয়ের ক্যাম্পাসকে সফল করবে। আর তাঁরা সম্মিলিত ভাবে এখানে এক অভূতপূর্ব বাণিজ্যিক পরিবেশ বানাতে পারবে।