জেনে নিন আপনার জন্য কোন ধরনের অ্যাড উপযুক্ত

জেনে নিন আপনার জন্য কোন ধরনের অ্যাড উপযুক্ত

Monday December 26, 2016,

2 min Read

জমানা ডিজিটালের। ব্যবসা করতে হলে বিজ্ঞাপন তো দিতেই হয়। তাছাড়া জানবেন এখন যদি আপনার ব্র্যান্ড ডিজিটাল প্ল্যাটফর্মে অনুপস্থিত তো আপনি পিছিয়ে যেতে বাধ্য। ফলে ডিজিটাল বিজ্ঞাপনেরই যুগ এটা। কিন্তু অনেকেই জানেন না তার ব্র্যান্ডের জন্যে কী ধরণের অ্যাড উপযুক্ত। একনজরে দেখে নেওয়া যাক, আপনার ব্র্যান্ডকে পরিচিতি দিতে কী কী ধরনের ডিজিটাল বিজ্ঞাপন কার্যকরী হতে পারে।

image


সেলফ-সার্ভ অ্যাডভাটাইজিং

এই ধরনের বিজ্ঞাপন দিয়ে উদ্যোগী সংস্থাগুলি বিজ্ঞাপন খাতের খরচ অনেকটাই কমাতে পারেন। সেলফ-সার্ভ অ্যা্ড ডিআইওয়াই অ্যাডভাটাইজিং হিসাবে পরিচিত। এক্সটা্র্নাল সে্লস সাপোর্ট ব্যতিরেকে এ ধরনের বিজ্ঞাপন দেওয়া যেতে পারে।

image


ব্যানার অ্যাড 

ব্যানার অ্যাড বা ওয়েব ব্যানার অ্যাড হল ইন্টারনেটে বিজ্ঞাপনের ক্ষেত্রে বহুল পরিচিত। সংস্থার নতুন প্রোডাক্ট বাজারে আনার সময়ে সেটির প্রোমোশনে ব্যানার অ্যাড অত্যন্ত কার্যকরী হতে পারে। এক্ষেত্রে খরচও তুলনায় অনেকই কম।

image


বাটন অ্যাড

গ্রাফিক্স হিসাবে যে বিজ্ঞাপনগুলি দেওয়া হয়ে থাকে, সেগুলিকে বাটন অ্যাড বলা হয়। বাটন অ্যাডের মাপ ব্যানার অ্যাডের তুলনায় অনেকটাই ছোট হয়ে থাকে। ব্যানার অ্যাড বসানো হয়ে থাকে ওয়েব পেজের মাঝামাঝি জায়গায়। অথবা, কোণাকুনি কোনও স্থানে।

image


হাউজ অ্যাড

হাউজ অ্যাড ব্যাপারটি পুরনো। ওয়েব পেজের অব্যবহৃত অংশ হাউজ অ্যাডের জন্যে বরাদ্দ থাকে। হাউজ অ্যাডের ভূমিকা সাধারণত স্পেস ফিল্টারের। সংস্থার নতুন প্রোডাক্ট বা পরিষেবা জানান দিতে হাউজ অ্যাড দেওয়া হয়।

image


কনটেক্সটচ্যুয়াল অ্যাডভাটাইজিং

এ ধরনের বিজ্ঞাপনে জোর দেওয়া হয়ে থাকে কি-ওয়ার্ডের ওপর। তাছাড়া, এ ধরনের বিজ্ঞাপন পপ আপ অ্যাড হিসাবেও পরিচিত। কনটে্ক্সচ্যুয়াল বিজ্ঞাপন সরাসরি ওয়েব পেজে প্রদর্শিত হয়ে থাকে। এক্ষেত্রে কাজটা হয়ে থাকে স্বয়ংক্রিয় প্রক্রিয়ায়। যার ফলে কি-ওয়ার্ডগুলি স্ক্যান হয়ে যায়।

image


পপ আপ অ্যাড

অনলাইনের ক্ষেত্রে পপ আপ অ্যাড এখন অতি পরিচিত। এও দেথা গিয়েছে, অনলাইন পরিষেবা গ্রহণকারীদের দৃষ্টি আকর্ষণে পপ আপ অ্যাড অত্যন্ত কার্যকরী।

image


পপ-আন্ডার অ্যাডস

পপ আপ বিজ্ঞাপনের উল্টোটা হল পপ আন্ডার অ্যাড। পপ আন্ডার অ্যাডের বিশেষত্ব হল এই, এ ধরনের বিজ্ঞাপনগুলি ওয়েব পেজের কনটেন্টে কোনও ব্যাঘাত ঘটাবে না। কনটে্ন্টের ওপর কখনোই হুমড়ি খেয়ে পড়বে না।

image


স্কাইস্ক্যাপার অ্যাড

এই বিজ্ঞাপনগুলি সাধারণভাবে ৫০০ থেকে ৮০০ মেগা পিক্সেলের ভিতর হয়ে থাকে। সে সমস্ত সংস্থা তাদের পরিষেবা বা ব্যবসা সংক্রান্ত তথ্যাদি বিজ্ঞাপনের মাধ্যমে প্রদর্শিত করার ওপর জোর দেন তারা এই অ্যাড দিতে পারেন।

image