মারপ্যাঁচে বিশ্বরেকর্ড হায়দরাবাদের জয়নাথের

মারপ্যাঁচে বিশ্বরেকর্ড হায়দরাবাদের জয়নাথের

Tuesday October 18, 2016,

1 min Read

বলা ভালো মারপ্যাঁচের জোরে বিশ্বরেকর্ড! গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুললেন হায়দরাবাদের বাসিন্দা ৫৪ বছরের যুবক জয়নাথ রেড্ডি। ৬০ সেকেন্ডে এক হাতে ৩৫২টি পাঞ্চ করতে পারেন জয়নাথ। এই দক্ষতাই জয়নাথকে বিশ্বজয়ী করেছে। সেইসঙ্গে জয়নাথ ভেঙেছেন দশম বিশ্বরেকর্ডটিও।

image


অবশ্য ২০১০ সালেই সাফল্যের স্বাদ প্রথম পান জয়নাথ। সেবছরে রাউন্ড কিকে জয়নাথ বিশ্বের এক নম্বরের খোতাব পান। সেই জয়যাত্রা এখনও অব্যাহত। ফের বিশ্বরেকর্ডধারীর শিরোপা তাঁর কপালে। তাইকণ্ডু শিখছেন কৈশোর থেকে। জয়নাথ জানালেন, ১৪ বছর বয়সে এই বিদ্যায় হাতেখড়ি হয়েছে। তখনই ভালোবেসেও ফেলেছিলেন বিদ্যেটাকে।

জয়নাথ বললেন, নতুন বিশ্বরেকর্ডটি করার জন্যে ‌তাঁকে পাল্লা দিতে হয়েছে সারা পৃথিবীর ২৫০ জন প্রতিযোগীর সঙ্গে। তবে আমিই শেষপর্যন্ত জিতলাম। একজন ব্রিটিশ ৩৩৩ বার পাঞ্চ করেছিল। ঈশ্বরের দয়ায় শেষপর্যন্ত ওঁকে টপকাতে পেরেছি।

জয়নাথের প্রতিভা কিংবদন্তী ব্রুস লির প্রতিভাকে যেন মনে পড়িয়ে দেয়। পাঁচ-পাঁচবারের জাতীয় চ্যাম্পিয়ন হায়দরাবাদের বাসিন্দা জয়নাথ। ইতিমধ্যে পেয়েছেন ইউএস প্রেসিডেন্সিয়াল পুরস্কারও।

বর্তমানে একটি তাইকণ্ডু একাডেমি চালান জয়নাথ। জয়নাথ জানিয়েছেন, ১৯৯৬-১৯৯৭ সাল থেকে একাডেমি চালাচ্ছেন। এপর্যন্ত প্রশিক্ষিত করেছেন ৫ লক্ষ ছাত্রছাত্রীকে। আগামী বছরের নভেম্বরের ভিতর তাইকণ্ডু ন্যাশনাল লীগের সূচনা করা হচ্ছে জয়নাথের একাডেমির তরফে। জানা গেল ভারত ছাড়াও লীগে অংশ নেবেন থাইল্যান্ডস মার্কিন যুক্তরাষ্ট্র-সহ বিভিন্ন দেশের প্রতিযোগীরা।