যোলোর সন্ধেয় স্টার্টআপ টকের হাফ সেঞ্চুরি

যোলোর সন্ধেয় স্টার্টআপ টকের হাফ সেঞ্চুরি

Monday January 18, 2016,

7 min Read

স্টার্ট আপ ইন্ডিয়া অ্যাকশান প্ল্যানের সূচনা ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বিকাশের ক্ষেত্রে হয়ে উঠতে চলেছে সত্যিকারের এক ‘ডিফাইনিং মোমেন্ট’। বিজ্ঞান ভবনে এদিনের অনুষ্ঠানে চেনা পরিচিত ‘ইউসুয়াল সাসপেক্ট’-দের বাইরে একদম নতুন আনকোরা মুখের সংখ্যাধিক্য কোনও বক্তারই নজর এড়ায়নি। আর তাই প্রত্যেক বক্তার কথাতেই বারবার উঠে এসেছে এইসব নতুন নতুন স্টার্টআপদের উদ্ভাবনী ও প্রয়োজনের কথা, উঠে এসেছে আজকের যুগের ছাত্রসমাজের ‘চাকরী খোঁজার’ বদলে ‘চাকরী সৃষ্টি করা’র মানসিকতার কথা, ডিজিটাল ডিসরাপশান এর কথা, এবং আরও নানা বিষয়।

একদিকে যেমন আমাদের নজর থাকবে এই অ্যাকশান প্ল্যান কতো দ্রুত কার্যকরী ভূমিকা পালন করে সেই দিকে, তারই পাশাপাশি এটাও ভুললে চলবে না যে এই প্ল্যানের মাধ্যমে একদম নতুন একটি সরকারী ‘গঠন’ ও পরিপ্রেক্ষিত রচিত হল যার ফলে ভারতীয় জনমানসে শুরুয়াতি ব্যাবসার ভাষা ক্রমশ আরও বেশী গৃহীত ও স্বীকৃতি পাবে।

গত ১৬ই জানুয়ারি নতুন দিল্লীতে অনুষ্ঠিত এই সূচনা অনুষ্ঠানে বক্তব্য রেখে যাওয়া স্টার্টআপ ইকোসিস্টেমের সঙ্গে যুক্ত বিভিন্ন কর্ণধার, বিনিয়োগকারী, শিক্ষাবিদ, সামাজিক উদ্যোগপতি ও সরকারী কর্তাব্যক্তি সহ প্রায় পঞ্চাশ জনের গুরুত্বপূর্ণ উদ্ধৃতিগুলি এখানে তুলে দেওয়া হল (স্টার্টআপ ইন্ডিয়া সংক্রান্ত Yourstory-র বিশদ কভারেজ পড়তে এখানে ক্লিক করুন)।

স্টার্টআপ ইন্ডিয়া আন্দোলনে আপনার অবদান কি?

image


  1. আজকের এই ভাব বিনিময় আগামীতে সম্পূর্ণ নতুন এক ভারত তৈরির ক্যাটালিস্ট হিসাবে কাজ করবে। - অমিতাভ কান্ত, DIPP
  2. আশা করি অচিরেই আমরা হাজার হাজার উইনিকর্ন এর দেখা পাবো! – দীপ কালরা, মেকমাইট্রীপ
  3. আশা করি ভারতের মিতব্যায়ি ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে নতুন নতুন নতুন ক্ষেত্র তৈরি হবে। - ওনো রুল, বিশ্বব্যাঙ্ক
  4. এবার অন্ত্রেপ্রেনিওরশিপের ‘জুগর’ অপবাদ ঘুচে যাওয়ার দিন চলে এলো। - নির্মল সিতারামন, MoS, কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রী
  5. অন্ত্রেপ্রেনিওরদের রাষ্ট্রীয় কড়াকড়ি থেকে মুক্তি দরকার। - অরুণ জেটলি, কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী
  6. এর ফলে অর্থ উৎপাদনের ক্ষেত্রে চিরাচরিত একমুখী মডেলের পরিবর্তে দ্রুতগতির স্টার্টআপ মডেল স্থান করে নেবে। - কৃষ্ণস্বামী বিজয় রাঘবন, সেক্রেটারি, বায়োটেকনোলজি
  7. চীন না ভারত? এটা তো একটা রাজনৈতিক প্রশ্ন – আমার কিন্তু দুটো দেশই পছন্দ! – মাসায়োশি ‘মাসা’ সন, সফটব্যাঙ্ক
  8. ভারতীয় স্টার্টআপরা কি আসলে পয়সার শ্রাদ্ধ করছে? – শেরীন ভন, CNBC
  9. আমরা স্টার্টআপ জীবনচক্রে যথেষ্ট সক্রিয়। - কে শিবাজি, SIDBI
  10. ভারতের স্টার্টআপ প্রোগ্রাম সমস্ত খেলার মোড় ঘুরিয়ে দেবে। - শক্তিকান্ত দাস, DEA
  11. ভারতে স্টার্টআপদের প্রোমোট করা প্রয়োজন। (সাফল্যের) চাবিকাঠি লুকানো আছে প্রযুক্তি ও ম্যানেজমেন্টে, শিক্ষা ও গবেষণায়। - ভি এস ওবেরয়, HRD
  12. সরকারের দায়িত্ব হল নিজেকে ব্যবসার থেকে দূরে রাখা। - জে এস দীপক, ইলেকট্রনিক্স ও আইটি দপ্তর
  13. প্রিয় স্টার্টআপ বন্ধুরা, দয়া করে আপনাদের সমস্যার কথা আমাদের খোলাখুলি জানান, আমরা আপনাদের মত স্মার্ট নই! – অনুপ কে পূজারী, MSME
  14. নতুন স্টার্পআপদের আগে যেসব নথিপত্র ফিল আপ করতে হত সেই সব কাগজপত্র আমরা ছিঁড়ে ফেলে দিচ্ছি; ওইসব বস্তাপচা বিসনেস মডেলের যুগ শেষ। - প্রশান্ত সারান, SEBI
  15. ভারতে এক প্রকার ঝুঁকিহীন ব্যর্থতাহীন সংস্কৃতি চলে আসছে। ভারত সরকারের ব্যর্থতা সহ্য করার ক্ষমতা আরোই কম। - আশুতোষ শর্মা, সায়েন্স অ্যান্ড টেক
  16. কোম্পানির নামকরণ সহ বিভিন্ন ইস্যুগুলিকে আমরা স্বয়ংক্রিয় করে তুলছি। - তপন রায়, কর্পোরেট অ্যাফেয়ার
  17. আমাদের চ্যালেঞ্জ প্রতিভা সংক্রান্ত – প্রতিভা খুঁজে বের করা ও একটা টিম তৈরি করার জন্য প্রচুর ব্যান্ডউইডথ ও সময় খরচ হয়। - ভাভিশ আগরওয়াল, ওলা
  18. সরকারের দায়িত্ব হল নিজেকে ব্যবসার থেকে দূরে রাখা। - জে এস দীপক, ইলেকট্রনিক্স ও আইটি দপ্তর
  19. প্রিয় স্টার্টআপ বন্ধুরা, দয়া করে আপনাদের সমস্যার কথা আমাদের খোলাখুলি জানান, আমরা আপনাদের মত স্মার্ট নই! – অনুপ কে পূজারী, MSME
  20. নতুন স্টার্পআপদের আগে যেসব নথিপত্র ফিল আপ করতে হত সেই সব কাগজপত্র আমরা ছিঁড়ে ফেলে দিচ্ছি; ওইসব বস্তাপচা বিসনেস মডেলের যুগ শেষ। - প্রশান্ত সারান, সেবী
  21. ভারতে এক প্রকার ঝুঁকিহীন ব্যর্থতাহীন সংস্কৃতি চলে আসছে। ভারত সরকারের ব্যর্থতা সহ্য করার ক্ষমতা আরোই কম। - আশুতোষ শর্মা, সায়েন্স অ্যান্ড টেক
  22. কোম্পানির নামকরণ সহ বিভিন্ন ইস্যুগুলিকে আমরা স্বয়ংক্রিয় করে তুলছি। - তপন রায়, কর্পোরেট অ্যাফেয়ার
  23. আমাদের চ্যালেঞ্জ প্রতিভা সংক্রান্ত – প্রতিভা খুঁজে বের করা ও একটা টিম তৈরি করার জন্য প্রচুর ব্যান্ডউইডথ ও সময় খরচ হয়। - ভাভিশ আগরওয়াল, ওলা
  24. সেরা কর্মীকে ধরে রাখবার জন্য আর্থিক ইনসেন্টিভই সব নয় – সংস্কৃতি ও টিম স্পিরিটিই আসল কথা। - কুনাল বাহাল, স্ন্যাপডিল
  25. সিলিকন ভ্যালির স্টার্টআপেরা অনেকটা রেডউড গাছের মত, কিন্তু ভারতীয় স্টার্টআপেরা হল বট গাছের মত। সজাগ থাকুন! – ভেঙ্ক শুকলা, TiE
  26. কাস্টমারদের সঙ্গে হপ্তায় হপ্তায় দেখা করুন, এক দিন অন্তর কথা বলুন আর তাদের সমস্যার পরিবর্তন সম্পর্কে জেনে নিন। -ভরসা রাও, AirBnb
  27. আপনার কাস্টমারদের কাছ থেকে শেখবার মানসিকতা রাখুন তারা আপনাকে অনেক কিছু শেখাতে পারে। - বিনোদ ধাম, Indo-Us ventures
  28. আমাদের মোটো – উচ্চাভিলাষ, বিশ্বাস, নির্মাণ! – দিলিপ ছাবাড়িয়া, টিম ইন্দাস
  29. মহিলাদের অন্য মহিলাদের প্রতি অবিচার বন্ধ করা উচিৎ। - প্রাংশু পাটনি, কালচার অ্যালি
  30. মহিলাদের সমস্ত রকম প্যানেলে সংযুক্ত করা দরকার, কেবল মাত্র মহিলা উদ্যোগপতিদের প্যানেলে রাখলেই চলবেনা! – শান্তি মোহন, LetsVenture
  31. সাফল্য পাওয়ার আগে আমি ১১৩ জন বিনিয়োগকারীর সঙ্গে দেখা করেছিলাম। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের প্রকাশ ক্ষমতা ও ক্রেতাদের বোঝাবার ক্ষমতা বেড়েছে। - নিধি আগরওয়াল, Kaaryah
  32. মহিলারা কি তাদের স্বাভাবিক অবস্থায় থাকতে পারবে, নাকি তাদের দিন কে দিন র্যা ম্বোর মত হয়ে উঠতে হবে? – শাইলি চোপড়া, SheThePeople.TV
  33. কেবল পুরনোটাকে নিয়ে লড়ে গেলেই চলবেনা, নতুন কিছু নির্মাণ করতে হবে। - শায়েরী চাহাল, Sheroes
  34. সরকারের উচিৎ স্টার্টআপ ইন্ডিয়ার প্রচেষ্টাকে বেশী করে প্রোমোট করা, তাতে করে আখেরে মহিলা সহ সমস্ত উদ্যোগপতিদের ভালো হবে। - অনিশা সিংহ, Mydala
  35. আমরা ধোঁয়া কে ছাপার কালিতে পরিবর্তিত করি। - Kaalink
  36. ভারতে প্রায় ৬৪ মিলিয়ন মানুষের কার্ডিয়াক জনিত সমস্যা রয়েছে, যার মধ্যে বছরে কেবল মাত্র ৫ লক্ষ মানুষের অপারেশান হয়। - কার্ডিয়াক ডিজাইন ল্যাবস
  37. ভয় যখন রোগ, হৈ হুল্লোড় তার ওষুধ। #AlwaysBeJugaading! – ট্রেভিস কালানিক, উবের
  38. সবচেয়ে বড় মিথ হল ভারত নাকি প্রাচীনপন্থায় বিশ্বাসী। ডিজিটাল পেমেন্ট যেভাবে দ্রুত ছেয়ে গেল তা দেখে আমরা রীতিমত অবাক। - বিজয় শেখর শর্মা, Paytm
  39. ফিনান্সিয়াল সার্ভিস ইনোভেশানের ক্ষেত্রে পৃথিবীতে ভারতের বাজার সবচেয়ে আকর্ষণীয়। - কবির কুমার, বিশ্বব্যাঙ্ক
  40. ভারতের ডিজিটাল পরিকাঠামো কিছু কিছু ক্ষেত্রে আমেরিকার থেকেও এগিয়ে! – কার্ল মেহতা, EdCast
  41. সিলিকন ভ্যালি পৃথিবীর প্রথম বিলিয়ন উদ্ভাবন করেছে বটে, তবে আগামী ছটা বিলিয়নের জন্ম দেবে ভারত। - শরদ শর্মা, iSpirt
  42. মহিলারা খমতায়নের প্রধান চালক। নিতিন মেহতা, আথারটন ক্যাপিটাল
  43. ২০১৫ বছরটা ছিল বিপুল পরিমাণ ফান্ডিং এর বছর- এবং সেইসঙ্গে একটা বড় ঝাঁকুনিরও। নিকেশ অরোরা, Softbank
  44. খুব বেশী ফান্ডিং পেলে আপনার আর্থিক শৃঙ্খলা শিথিল হয়ে যায়। আমরা এই সিনেমাটা আগে দেখেছি – আমরা এখন একটা বুদবুদের মধ্যে রয়েছি, আর ভারতের পক্ষে তার থেকে মুক্তি পাওয়া আমেরিকার চেয়ে কঠিন। - বিজে অরুণ, July Systems
  45. বহু দেশ সঙ্কট থেকে মুক্তি লাভ করেছে। ভারতের অর্থনীতির পক্ষে বুদবুদ ভালোই। তা স্থিতিস্থাপকতা তৈরিতে সাহায্য করবে। - রিতেশ আগরওয়াল, Oyo Rooms
  46. ঘোড়ার খিদে হাতির খিদের চেয়ে অন্যরকম। - রাধিকা আগরওয়াল, Shop Clues
  47. একজন স্টার্টআপ হিসাবে আপনার উচিৎ এমন বিনিয়োগের দিকে দৌড়নো উচিৎ যা আপনার ব্যবসাকে বোঝে। - সচিন বনশল, ফ্লিপকার্ট
  48. আপনার যদি টাকা তোলার ক্ষমতা থাকে তো তুলুন। বিদেশী বিনিয়োগ তো খারাপ কিছু নয়। - নভীন তিওয়ারি, InMobi
  49. প্রতিষ্ঠাতার ভারসাম্য রক্ষার মানসিকতা থাকলে তবেই সাফল্য আসবে। -শ্রীধর প্রসাদ, KPMG
  50. আমাদের ভারতের দেশজ ভেঞ্চার ক্যাপিটালকেও শক্তিশালী করতে হবে। - জয়ন্ত সিনহা, MoS Finance
  51. ২৫ – ৩০ বছরের মধ্যে ভারত আমেরিকাকেও টপকে গিয়ে পৃথিবীতে এক নম্বর স্থান দখল করতে পারে। - মাসায়োশি সন, SoftBank
  52. আমি সমস্ত মহিলাকে বলতে চাই যে আপনারা স্বপ্ন দেখুন ও সেই স্বপ্নকে বাস্তব করে তুলুন। - শুচি মুখার্জি, LimeRoad
  53. আমরা আমাদের নিজস্ব ইতিহাসের রহস্য গ্রন্থি খুলবো কিভাবে? – অনু আচারিয়া, MapMyGenome
  54. ভারত পৃথিবীর মধ্যে সবচেয়ে আধ্যাত্মিকতা পূর্ণ দেশ। ভ্যালুয়েশানের বাইরে তাকান, পৃথিবীকে একটা সুন্দর স্থান হিসাবে গড়ে তুলুন। - অ্যাডাম নিউমান, WeWork
  55. আমরা আমাদের স্বপ্নকে ত্যাগ করতে পারিনা। আমাদের অন্ত্রপ্রেনয়ারদের দেশের ভালোমন্দের প্রতি একটা দায়বদ্ধতা আছে। - ND Shashank, Practo
  56. আমার পরিবারের মধ্যে কেবলমাত্র আমাকে প্রাইভেট স্কুলে পড়তে পাঠানো হয়েছিল। আমার এখনও মনে হয় যে আমিই সেই ‘chosen one’ । - নীরজ কক্কর, পেপারবোট
  57. মেক ইন ইন্ডিয়া ও স্টার্টআপ ইন্ডিয়া এই দুই মিলে যেন ইনোভেট ইন ইন্ডিয়ার জন্ম দেয়। - বি সান্থানাম, St Gobain India
  58. আইআইটি গুলি এবার আরও বেশী করে রিসার্চ পার্ক তৈরি করবে। -অশোক ঝুনঝুনওয়ালা, আইআইটি মাদ্রাজ
  59. আমরা বাধা সরাই। - স্টার্টআপ ইন্ডিয়ার পোষ্টার, বিজ্ঞান ভবন
  60. এই হলের এনার্জি থেকে দেশের যুবসমাজের হৃদয়ের উদ্যম সম্পর্কে ধারণা করা যায়। - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী