রক্তের সংক্রমণ ধরতে SciDogma র বাজি সিএনসি মাইক্রোস্কোপ

রক্তের সংক্রমণ ধরতে SciDogma র বাজি সিএনসি মাইক্রোস্কোপ

Tuesday January 31, 2017,

1 min Read

সাইডগমা রিসার্চ ব্যাঙ্গালুরুর স্টার্ট আপ। এরা স্বাস্থ্য পরিষেবা নিয়ে কাজ করে। সংস্থার তরফে জানানো হয়েছে, ক্লিনিক্যাল ডায়গনোসিসে মাইক্রোস্কোপিক পদ্ধতির ব্যবহার সাধারণ ও প্রচলিত এক পদ্ধতি। রক্তকণিকাতে সংক্রমণ হয়েছে কিনা তা দেখার জন্যে এই পদ্ধতির বহুল প্রচলন রয়েছে। তবে এই পদ্ধতিতে ক্লিনিক্যাল ডায়গনোসিস করতে হলে প্রয়োজন দক্ষ স্বাস্থ্যকর্মীর।

image


সত্য তাপস নামে এক চিকিৎসক আর্টিফিশিয়াল ইন্টিলেজেন্সের মাধ্যমে সংক্রমণ ধরার জন্যে একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন। এক্ষেত্রে যে মাইক্রোস্কোপিক ব্যবস্থাটি উদ্ভাবন করা হয়েছে সেটি স্বয়ংক্রিয়। এর নামকরণ করা হয়েছে কম্পিউটার নিউমারিক্যাল কন্ট্রোলড মাইক্রোস্কোপ বা সিএনসি মাইক্রোস্কোপ।

জানা গিয়েছে, এজন্য ব্যবহার করা হচ্ছে একটি পোর্টেবল ডিভাইস। সেটির সঙ্গে রয়েছে ছবি তোলার জন্যে প্রয়োজনীয় ব্যবস্থাও। সেইসঙ্গে আছে কমপ্যাক্ট লেন্স সিস্টেম। ম্যালেরিয়া ধরার ক্ষেত্রে এই পদ্ধতি কার্যকরী বলে স্কাইডগমা রিসার্চের তরফে দাবি করা হয়েছে।