FDI গত দু বছরে বেড়েছে 53 শতাংশ: জেটলি

FDI গত দু বছরে বেড়েছে 53 শতাংশ: জেটলি

Friday July 29, 2016,

1 min Read

গত দু বছরে ভারতে রেকর্ড পরিমাণ বেড়েছে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ। বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।
image


শুক্রবার সংসদে প্রশ্নোত্তর পর্বে জেটলি বলেন গত দুবছরে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে বৃদ্ধির পরিমাণ 53 শতাংশ। আর এটা সম্ভব হয়েছে কেন্দ্রীয় সরকারের শিল্পবান্ধব নীতির জন্যেই। দেশের অর্থনীতির হাল ফেরানোর যে পদক্ষেপ কেন্দ্রীয় সরকার নিয়েছে তার ফলেই দেশে বৈদেশিক বিনিয়োগ আসছে। সহজে ব্যবসা করার পরিবেশ তৈরি হচ্ছে। বিদেশি বিনিয়োগের পছন্দের গন্তব্য হয়ে উঠছে ভারত। ১৯৯১ সালে ভারতে প্রথম সংস্কারের যে হাওয়া খেলেছিল এখন সেটাই পরিপূর্ণতার দিকে এগিয়েছে। বাজার ধীরে ধীরে বিদেশি বিনিয়োগকারীদের জন্যে খুলে দেওয়া হয়েছে যার সুফল পেতে চলেছে পরবর্তী প্রজন্ম। অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল জানান, ২০১২-১৩ সালে গ্রস সেভিংস এর পরিমাণ ছিল ৮৭ দশমিক ৬ শতাংশ। ২০১৩-১৪ সালে সেটা দাঁড়ায় ৯৫ দশমিক ২ শতাংশে। এবং ২০১৪-১৫ অর্থবর্ষে গ্রস সেভিংসের পরিমাণ দাঁড়িয়েছে ৯৬.৩ শতাংশ।