99.8% বাতাস আর 100% দারুন, এয়রোজেল

99.8% বাতাস আর 100% দারুন, এয়রোজেল

Tuesday November 29, 2016,

1 min Read

image


এয়রোজেল। নামটা শুনেছেন কখনও। এমন একটি পদার্থ, যার ৯৯ দশমিক ৮ শতাংশই বাতাস। কিন্তু আপনি স্পর্শ করতে পারবেন। দুনিয়ার সব থেকে হালকা পদার্থ। নাসা এই এয়রোজেলের দারুণ সব ব্যবহারের কথা ভাবছে। এটা আসলে মহাজাগতিক বস্তু। পাথ ফাইন্ডারের সাহায্যে মঙ্গল অভিযানের সময় সংগ্রহ করা এই মহাজাগতিক ধূলিকণার পৃথিবীর বুকে অসম্ভব দামী জিনিস। কেউ কেউ বলছেন একটি কণার দামই নাকি পাঁচ ডলার। মাঙ্গলিক এই উপাদান পার্থিব সিলিকা দিয়েও রীতিমত তৈরি হচ্ছে। পেশাদার সংস্থাগুলি শুরু করে দিয়েছে এই অদ্ভুত পদার্থ তৈরির কাজ। কারণ এই বাণিজ্যিক ব্যবহার হবে। দুর্দান্ত সম্ভাবনা। ফলে হাতে হাত দিয়ে বসে থাকার মানে লোকসান। মার্কিন বেশ কয়েকটি সংস্থা যন্ত্রপাতি লাগিয়ে শুরুই করে দিয়েছে সিলিকা থেকে এয়রোজেল তৈরি। তাতে দাম কমছে ঠিকই। যেমন ধরুন এখন বাজারে চলছে এক কিউবিক ইঞ্চির দাম ৫০ ডলার।