২৩ মার্চ, ইওরস্টোরির আড্ডা, আপনাকে স্বাগত

২৩ মার্চ, ইওরস্টোরির আড্ডা, আপনাকে স্বাগত

Tuesday March 14, 2017,

2 min Read

ইওর স্টোরি মিট-আপ এখন অন্য শহরের মত কলকাতাতেও নিয়মিত হয়। স্টার্টআপদের নিজেদের এই মঞ্চে আসেন মেন্টররা, বিনিয়োগকারীরা, আসেন স্টার্টআপ আইডিয়ার বিচারকরাও। শুধু কলকাতার স্টার্টআপরাই যে এই আড্ডায় অংশ নেন তা নয়। আসেন আশপাশের রাজ্যের স্টার্টআপরাও। জানুয়ারির আড্ডার আসর বসেছিল টেকনোপ্রেনিওরের মিটিং হলে। এসেছিলেন বিহার এবং ঝাড়খণ্ডের কয়েকজন উদ্যোগপতি। আর উপস্থিত ছিলেন কলকাতার জনা পঞ্চাশেক স্টার্টআপ উদ্যোগপতি। ফেব্রুয়ারির স্টার্টআপ মিট হয়েছিল সোনারপুর স্বামী বিবেকানন্দ ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার সায়েন্সের কনফারেন্স হলে। সারাদিনের সেই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শ-দেড়েক উদ্যোগী ছাত্রছাত্রী এবং জনা তিরিশেক উদ্যোগপতি।

image


ন্যাশনাল আন্ত্রেপ্রেনিওরশিপ নেটওয়ার্কের সৌজন্যে সেই আড্ডায় হয়েছিল বিজনেস প্ল্যান কম্পিটিশন। উপস্থিত ছিলেন স্বনামধন্য উদ্যোগপতি এবং মেন্টররা। এবারের মানে ২৩ মার্চের বৈঠকও হবে একই রকম জমকালো। আসছেন বিদেশি বিনিয়োগকারী সংস্থার উপদেষ্টা। আসার কথা বেশ কয়েকজন অ্যাঞ্জেল ইনভেস্টরের। থাকবেন নামজাদা মেন্টর। কথা হবে স্টার্টআপ ইকোসিস্টেমের খামতিগুলি নিয়ে। কীভাবে দূর করা যেতে পারে সেই হার্ডল! আলোচনা হবে তা নিয়েও। আর স্টার্টআপরাই বলবেন কলকাতায় সংস্থা চালতে তাদের কোথায় কোথায় সমস্যা হচ্ছে। আর কী কী সুবিধেই বা পাচ্ছেন ওরা। সকলে মিলে মাথা ঘামিয়ে বের করার চেষ্টা হবে সমাধান। আর রেগুলার পিচিং সেশন তো থাকছেই। বন্ধুত্বপূর্ণ বৈঠকে সবাই মিলে একে অপরের সঙ্গে আলাপ করতে পারবেন। পরিচিত হতে পারবেন একে অপরের সঙ্গে। ফলে নেটওয়ার্ক বাড়বে। এই আড্ডায় আসতে একটি পয়সাও রেজিস্ট্রেশন ফি দিতে হয় না। শুধু স্টার্টআপ নিয়ে উৎসাহ থাকলেই আপনি স্বাগত।

কারা কারা আসছেন এবং কোথায় হবে এই মিট তা জানতে ক্লিক করুন
আগের মিটের ছবির গ্যালারি

আগের মিটের ছবির গ্যালারি