ক্রাউড ফান্ডিংয়ের নিয়ম লাগু করবে সেবি

ক্রাউড ফান্ডিংয়ের নিয়ম লাগু করবে সেবি

Thursday January 07, 2016,

1 min Read

ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে বিনিয়োগ তোলা সহজ করতে আগামী কয়েক মাসের মধ্যেই কিছু নিয়ম লাগু করতে চলেছে ক্যাপিটাল মার্কেট নিয়ন্ত্রক সংস্থা সেবি। সেবির চেয়ারম্যান ইউ কে সিনহা সাংবাদিকদের জানান, “আমরা এখনও পর্যন্ত পুরো বিষয়টি স্থির করে উঠতে পারিনি, কারণ নানা ধরনের মতামত উঠে আসছে। আশা করছি আগামী মাস দুয়েকের মধ্যে আমরা এটা চূড়ান্ত করে ফেলতে পারব”। মুম্বইতে বন্ধন ব্যাঙ্কের ৬০০ তম শাখার উদ্বোধনের অনুষ্ঠানে এসে মঞ্চের বাইরে একথা জানিয়েছেন তিনি। ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে কী ভাবে বিনিয়োগ সংগ্রহ করা যায় এবিষয় একটি কমিটি তৈরি করেছে সেবি, কমিটির চেয়ারম্যান এন আর নারায়ণ মূর্তি।

এর আগে সিনহা জানিয়েছিলেন, এক মাসের মধ্যে রিপোর্ট জমা দেবে এই কমিটি। ক্রাউড ফান্ডিংয়ের নিয়ম নির্ধারণের জন্য একটি আলোচনা পত্র এনেছিল সেবি।

image


সহজ কথায় বলতে, ক্রাউডফান্ডিংয়ে নতুন উদ্যোগতিরা বিভিন্ন অনলাইনের মাধ্যমে ব্যক্তিবর্গ ও বিভিন্ন সংস্থার থেকে নিজেদের উদ্যোগের জন্য টাকা সংগ্রহ করে।

রিপোর্ট- পিটিআই

অনুবাদ-সানন্দা দাশগুপ্ত