মুখ্যমন্ত্রীর লক্ষ্য দিল্লি, সঙ্গে টলিউড

মুখ্যমন্ত্রীর লক্ষ্য দিল্লি, সঙ্গে টলিউড

Tuesday November 29, 2016,

1 min Read

image


২৮ তারিখ পালিত হল আক্রোশ দিবস। মিছিলে নেতৃত্ব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নোট বাতিলের প্রতিবাদ মিছিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পথ হাঁটল বাংলার বিনোদন দুনিয়া। তাঁদের পরামর্শ শুনে দিল্লিতে বড় রাজনৈতিক কর্মসূচিরও সিদ্ধান্ত ঘোষণা করে দিলেন তৃণমূল সুপ্রিমো। বললেন ধর্না হবে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাড়ির সামনে।

‘নোট বাতিল বাতিল করো’ দাবিকে সামনে রেখে এদিন কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করে তৃণমূল। মুখ্যমন্ত্রী সেই মিছিলে নেতৃত্ব দেন। পরে বলেন ‘বুদ্ধিজীবী’রা চাইছেন নোট বাতিলের প্রতিবাদে দিল্লিতে কর্মসূচি করতে। তাঁদের ‘দাবি’ মতোই প্রধানমন্ত্রীর বাড়ির সামনে ধর্নার কর্মসূচি ঘোষণা করেন মমতা।

নোট সঙ্কট ঘিরে শুরু হওয়া মোদী-বিরোধী লড়াইকে তিনি গোটা দেশে ছড়িয়ে দিতে চাইছেন। দিল্লি-কলকাতার পর তাই তাঁর প্রথম প্রতিবাদ র‌্যালি উত্তরপ্রদেশের রাজধানী লখনউতে। লখনউয়ের গোমতীনগর এলাকায় হবে তৃণমূলনেত্রীর র‌্যালি।