এবার কড়া DoPT, 31 ডিসেম্বর Deadline

কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং সম্পন্ন NGO কর্তাদের 31 ডিসেম্বরের মধ্যে সম্পত্তির হিসেব দিতে হবে। DoPt র নতুন নির্দেশিকায় রিটার্ন জমা দেওয়ার জন্যে আরও ৬ মাস সময় বাড়ল।

এবার কড়া DoPT, 31 ডিসেম্বর Deadline

Friday July 29, 2016,

1 min Read

image


এনজিও কর্তা এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পত্তির সমস্ত তথ্য দাখিল করতে হবে। নির্দেশিকা জারি করল ডিপার্টমেন্ট অব পার্সোনেল অ্যান্ড ট্রেনিং। সময় বাড়িয়েই ৩১ ডিসেম্বর ধার্য করা হয়েছে। ৫০ লক্ষ সরকারি কর্মচারীকে এই সম্পত্তির পূর্ণাঙ্গ হিসেব জমা দেওয়ার দিন ষষ্ঠবারের জন্যে বর্ধিত করল কেন্দ্র। এর আগে পাঁচবার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। কিন্তু এখনও অনেকেই এই হিসেব জমা দেননি। কেন্দ্রীয় সরকার তাই বেজায় খাপ্পা। এবার যদি কেউ এই নতুন সময়সীমার মধ্যেও হিসেব জমা না করেন তাহলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে। এদিকে এই প্রথম বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার কর্তা ব্যক্তিদের জন্যে নির্দেশিকা জারি করা হল। সংসদে লোকপাল এবং লোকাযুক্ত অ্যাক্ট ২০১৩ বিলের সংশোধনী পাশ হওয়ার পর এই ৬ মাসের মেয়াদ বাড়ানো হয়েছে। যে সব এনজিও সরকারি অনুদান হিসেবে এ কোটি টাকা এবং বৈদেশিক অনুদান হিসেবে ১০ লাখ টাকার বেশি পেয়ে থাকে সেই সব এনজিও লোকপালের আওতায় পড়ছে। এবং ডিওপিটির নির্দেশিকা অনুযায়ী এই রিটার্ন ফাইল করাটা বাধ্যতা মূলক বলে জানানো হয়েছে।