কলাপাতা দিয়ে সাথীর স্যানিটারি ন্যাপকিন

কলাপাতা দিয়ে সাথীর স্যানিটারি ন্যাপকিন

Tuesday January 31, 2017,

1 min Read

স্যানিটারি ন্যাপকিন নিয়ে প্রচলিত ধারণায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে সাথী। একাজে সাথীই পথনির্দেশক। স্যানিটারি ন্যাপকিন নিয়ে এ জাতীয় উদ্যোগ ভারতে প্রথম।

image


জানা গিয়েছে, কলার তন্তুকে কাজে লাগিয়ে এ ধরনের স্যানিটারি ন্যাপকিন প্রস্তুত করা হচ্ছে। যেগুলি মহিলাদের স্বাস্থ্যের পক্ষে নিরাপদ। সাথীর তরফে এও জানানো হয়েছে, এদেশের মেয়েরা নানা দিক থেকেই অনেকটা পিছিয়ে রয়েছেন। সুযোগের অভাবে ভুগছেন তাঁদের একাংশ। সংখ্যাটা হেলাফেলা করার নয়। এজন্য মহিলাদের স্বাস্থ্যরক্ষায় সুরক্ষিত ন্যাপকিন তৈরির পরিকল্পনা করা হয়। এতে মেয়েরা উপকৃত হচ্ছেন বলে সাথীর দাবি। সাথী মূলত মেয়েরা চালান। স্টার্ট আপটি তৈরি করা হয় ২০১৪ সালে। সংস্থার প্রতিষ্ঠাত্রীরা তিনজন। সকলেই মহিলা। তিনজন এমআইটি-র স্নাতক। অমৃতা, গ্রেস ও ক্রিশ্চিন। সাথী আমেদাবাদের সংস্থা। সেখান থেকেই সংস্থার কাজকর্ম পরিচালিত হয়। এ ব্যাপারে সাথীর তরফে জানানো হয়েছে, তাঁদের প্রোডাকশন প্ল্যান্টটিও পুরোপুরিভাবে মহিলা কর্মী পরিচালিত।