গুগল বিজ্ঞান মেলায় ভারতীয় প্রতিযোগীদের রমরমা

গুগল বিজ্ঞান মেলায় ভারতীয় প্রতিযোগীদের রমরমা

Sunday August 21, 2016,

1 min Read

Google Science Fair 2016-এর মোটো ই বলুন কিংবা মূল আদর্শই বলুন, সেটি ছিল- ‘Science can change the world’। অনেক তরুণ তুর্কি আর সৃজনশীল যুবার সমন্বয় ঘটেছিল এবারের মেলায়। এবছরের হাজার হাজার এনট্রির মধ্যে থেকে দুনিয়াকে তাদের আবিষ্কার দিয়ে বদলাতে পারে এমন ১৬টি প্রোজেক্ট ফাইনালে প্রবেশ পেয়েছিল। কিন্তু আনন্দের বিষয় হল এই ষোলোজন ফাইনালিস্টের ভিতর ৬ জন ভারতীয় বংশদ্ভূত। ছয়জনের মধ্যে মানসা ফাতিমা (১৫) আর শ্রীয়াঙ্ক কে (১৬) ভারতের বাসিন্দা। নিশীতা বেলুর (১৩), নিখিল গোপাল (১৫), অনিকা চিরলা এবং অনুষ্কা নায়েকনাওয়ারে জন্মসূত্রে ভারতীয়।

মানসা ফাতিমা হায়দেরাবাদের Sadhu Vaswani International School-এ পড়ে। ফাতিমার প্রোজেক্টটি ‘Automated Water Management' এবং ধানি জমির মনিটরিং করার জন্য একটি এমবেডেড সলিউশান। বেঙ্গালুরুর National Public School-এ পড়াশোনা করে শ্রীয়াঙ্ক কে। ও একটি KeepTab ডিজাইন করেছে যেটি একটি পরিধানযোগ্য ডিভাইস। এই যন্ত্র দিনপঞ্জিকা সম্বন্ধে মানুষের স্মৃতিশক্তিকে চাঙ্গা করে। বাংলাদেশের ১৫ বছরের সালিহা রেহানওয়াজ এই প্রতিযোগিতার জন্য মহিলাদের ঋতুচক্রের সময় ব্যবহার্য ইকো ফ্রেন্ডলি আর বায়ো ডিগ্রেডেবেল Sreshto প্যাড বানিয়েছিল। গুগল বিজ্ঞান মেলায় দক্ষিণ আফ্রিকার ষোড়শী কিয়ারা নিরগিন অংশগ্রহণ করেছিল। সে কমলালেবুর খোসা থেকে অতিরিক্ত শোষন ক্ষমতাসম্পন্ন কিন্তু অল্পমূল্যের পলিমার বানিয়েছে।